Saturday, 6 October 2012

Blogger Blogspot কি করে টেমপেলেট বা থিম চেঞ্জ করবে

কি করে টেমপেলেট বা থিম চেঞ্জ করবে Blogspot ব্লগ -এ সেটা আবার দেখাছি। প্রথমে তোমার blogger  একাউন্ট-এ লগিন করতে হবে তারপর যে স্কিন টা দেখতে পাবে সেটা কে বলে deshboard. এরপর তুমি তোমার ব্লগ-টা ড্রপ ডাউন option পাবে, তার under-এ Template option টা তে ক্লিক করতে হবে।
 এবার তুমি ক্লিক কর customize option -এ এবং সেলেক্ট করে নাও তোমার মনের মত Theme/Template





আর যদি তুমি কোনো Template নিজে design কোরে থাকো,তাহলে তোমাকে সেটা করতে হবে , যেটা তুমি Template option -এর under -এই পাবে, ডানদিকের কর্নারে Backup/Restore option-এ ক্লিক করো,

ক্লিক করো Browse option-এ আর তোমার theme-এর XML ফাইল টা চিনিয়ে দাও। এই ভাবে তুমি তোমার site টা কে নিজের মতো করে সাজিয়ে ফেলো। 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More