Sunday, 30 September 2012

Blogger-এ কি করে robots.txt ফাইল টা change করবে

Blogger-এ কি করে robots.txt ফাইল টা change করা যায় সেটা বলার আগে আমি বলে দিই এই ফাইল টার কাজ কি?

এটা একটা text ফাইল যেটা সার্চ রোবট কে বলে দেয় যে, তোমার সাইট -এর কোন কোন পেজ সার্চ ইঞ্জিন index করবে।

অন্য ভাবে বলা যাই যে সার্চ ইঞ্জিন-এর সার্চ রোবট মাঝে মাঝেই চেক করে যে, তোমার সাইট-এ কিছু update বা changes হয়েছে কিনা আর সেই চেকিং টার জন্ন্য রোবটস text ফাইল টা তাকে সাহায্য করে information গুলো দিয়ে। কিন্তু কি কি information সার্চ ইঞ্জিন কে দেবে আর কি কি দেবে না সেটা তোমাকে আগে থেকে সেট করে রাখতে হবে robots.txt ফাইল-টার মধ্যে।

আবার যেটা বলা দরকার, এই ফাইল তা থাকে কথায় বা কি ভাবেই বা modify/customize করবে।
আমরা জানতাম blogger -এ যদি কোনো site বানাতাম তাহলে robots ফাইল টাকে এডিট করা যেত না। কিন্তু এখন তা খুব সহজেই করা যায়।

তুমি তোমার blogger account-এ লগিন করলেই Blogger-এর Dashboard টা দেখতে পাবে। যেখানে তোমার বানানো সাইট গুলো ও setting দেখাবে। তোমাকে মোর অপসন থেকে সেটিং -এ ক্লিক করতে হবে, যেমন টা নিচের ছবি তে দেখছ।


তারপর তোমাকে ক্লিক করতে হবে Search Preferences -এ



এবার ক্লিক কর edit অপসন-এ, এখানে তুমি দুটো option পাবে Yes/No, যদি তুমি Yes করো তাহলে তুমি একটা box পাবে যার মধ্যে তুমি তোমার মত করে রোবট টা সেট করতে পারবে। যেমন টা নিচের ছবি টা তে দেখতে পাচ্ছ। 

 
 
User-agent: Mediapartners-Google
Disallow: 

User-agent: *
Disallow: /search
Allow: /
 
Sitemap: http://blogtipsntricks4bangla.blogspot.in/
atom.xml?redirect=false&start-index=1&max-results=500 




এই রোবট সমন্ধ্যে অনেক কিছু বলা বাকি আছে যে গুলো আমি অন্য আর্টিকেল-এ বলব। শুধু একটা কথা জেনে রাখো যে এই ফাইল টা  খুব important প্রতেক ব্লগ-এর জন্ন্য।      


4 comments:

বাকিটা জানার দরকার, কিভাবে জানব?

Thanks for sharing. Very Beautiful 😍😍
I want to make money from home but i don’t have any ideas! Please suggest me.
High cpc Top 10 Hottest Canadian Female Actress Vending Business Profit Top 10 Female Celebrates Business Loan Reasons Special Polao Receipe bd i always visit your site. Thank u so much. Top 10 Beautiful Denmark Celebrities চোখের নিচের কালো দাগ দূর করার উপায় Great Love Story
✅ Don't hurt anyone. Please help poor peoples 🙏🙏

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More