Monday, 14 January 2013

Blogger-এ পোস্ট সেটিং-এর আন্ডার -এ Label-এর কাজ কি?

লেবেলস তোমাকে তোমার পোস্ট শ্রেণীভুক্ত করতে সাহায্য করবে, এটা খুব-ই জরুরি। আমি সাজেস্ট করব সব সময় পোস্ট পাবলিশ করার আগে অবসই দেখে নাও যে তুমি ওই পোস্ট এর জন্ন্য কোনো লেবেল লাগিয়েছ কিনা, যদি তা না করো তাহলে তোমার লেখা ইন্টারনেট-এর মাধ্যমে সবার কাছে খুব সহজে পৌছাবে না। কারণ সার্চ ইঞ্জিন গুলো লেবেল দিয়েও  তোমার লেখা পোস্ট ইনডেক্স করে থাকে, যাথে করে যেকোনো ইউসার একটা কি দুটো ওয়ার্ড লিখলেই সার্চ ইঞ্জিন তা সার্চ করে তার আউটপুট টা ইউসার কে দিতে পারে। এতে ইউসার -এর ও অনেক সময় বাঁচবে আর তোমার ও সুবিধে হবে বেসি ইউসার পেতে। কিন্তু তোমাকে লেবেল টা দিতে হবে তোমার পোস্ট কন্টেন্ট সাথে মিলিয়ে। যাতে করে ইউসার ঠিক জিনিসটা খুঁজে পাও এবং তুমি ঠিক ভাবে বোঝাতে পারো যে তুমি কি লিখতে চেয়ছ।তোমার প্রতিটা পোস্ট এর নিচে লেবেল গুলো দেখাবে। একটা পোস্ট -এর জন্ন্য অনেকগুলো লেবেল লাগাতে পার, তার জন্ন্য কমা(,) ব্যবহার করতে হবে।ইউসার লেবেল এ ক্লিক করে ওই লেবেলর জন্ন্য যে পোস্ট সেটা তে খুব সহজেই পৌছাতে পারে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More