Sunday, 30 September 2012

WordPress কি ?

WordPress একটা হোস্টিং অপ্প্লিকেসন, যেটা আমাদের নতুন ব্লগ বানাতে সাহায্য করবে।অনেকটাই Blogger-এর মতো।
কিন্তু এতে অনেক utility plugins ইনস্টল করা যাই যেটা খুব সাহায্য করে ব্লগ owner কে। যেমন অল ইন ওয়ান SEO, এটার কাজ সার্চ ইঞ্জিন Optimization এর কাজে আসে। এই রকম অনেক utility plugins আমরা পেতে পারি WordPress-এ।

আগেই বলেছি এটা অনেকটা Blogger-এর মতো, তাই বলি WordPress-এর  under-এ sub-domain বানানো টা অনেকটাই একইরকম কিন্তু যদি   তুমি কোনো নিজস্য domain কেনো আর এই application টা use করে ব্লগ তৈরি করতে চাও তাহলে  সবার প্রথমে তোমাকে একটা FREE /Chargeable Host-এ registration করতে হবে।

Testing -এর জন্ন্য তোমরা ফ্রী হোস্ট ইউস করতে পারো কিন্তু professional কোনো সিতে-এর জন্ন্য আমি suggest করবো chargeable hosting solution, অর্থাৎ তোমাকে ফাইল store করার জন্ন্য server space কিনতে  হবে হোস্টিং solution provider-এর কাছ থেকে।

আমার এই লেখা থেকে বুজতে না পারলে কমেন্ট করো,আমি চেষ্টা করবো সেটাকে আরো ভালো করে বোঝাবার অথবা তোমরা WordPress.org   চেক করো।

   


Blogger-এ কি করে robots.txt ফাইল টা change করবে

Blogger-এ কি করে robots.txt ফাইল টা change করা যায় সেটা বলার আগে আমি বলে দিই এই ফাইল টার কাজ কি?

এটা একটা text ফাইল যেটা সার্চ রোবট কে বলে দেয় যে, তোমার সাইট -এর কোন কোন পেজ সার্চ ইঞ্জিন index করবে।

অন্য ভাবে বলা যাই যে সার্চ ইঞ্জিন-এর সার্চ রোবট মাঝে মাঝেই চেক করে যে, তোমার সাইট-এ কিছু update বা changes হয়েছে কিনা আর সেই চেকিং টার জন্ন্য রোবটস text ফাইল টা তাকে সাহায্য করে information গুলো দিয়ে। কিন্তু কি কি information সার্চ ইঞ্জিন কে দেবে আর কি কি দেবে না সেটা তোমাকে আগে থেকে সেট করে রাখতে হবে robots.txt ফাইল-টার মধ্যে।

আবার যেটা বলা দরকার, এই ফাইল তা থাকে কথায় বা কি ভাবেই বা modify/customize করবে।
আমরা জানতাম blogger -এ যদি কোনো site বানাতাম তাহলে robots ফাইল টাকে এডিট করা যেত না। কিন্তু এখন তা খুব সহজেই করা যায়।

তুমি তোমার blogger account-এ লগিন করলেই Blogger-এর Dashboard টা দেখতে পাবে। যেখানে তোমার বানানো সাইট গুলো ও setting দেখাবে। তোমাকে মোর অপসন থেকে সেটিং -এ ক্লিক করতে হবে, যেমন টা নিচের ছবি তে দেখছ।


তারপর তোমাকে ক্লিক করতে হবে Search Preferences -এ



এবার ক্লিক কর edit অপসন-এ, এখানে তুমি দুটো option পাবে Yes/No, যদি তুমি Yes করো তাহলে তুমি একটা box পাবে যার মধ্যে তুমি তোমার মত করে রোবট টা সেট করতে পারবে। যেমন টা নিচের ছবি টা তে দেখতে পাচ্ছ। 

 
 
User-agent: Mediapartners-Google
Disallow: 

User-agent: *
Disallow: /search
Allow: /
 
Sitemap: http://blogtipsntricks4bangla.blogspot.in/
atom.xml?redirect=false&start-index=1&max-results=500 




এই রোবট সমন্ধ্যে অনেক কিছু বলা বাকি আছে যে গুলো আমি অন্য আর্টিকেল-এ বলব। শুধু একটা কথা জেনে রাখো যে এই ফাইল টা  খুব important প্রতেক ব্লগ-এর জন্ন্য।      


Saturday, 29 September 2012

নতুন ব্লগ তৈরি করার প্রধতি

এই অর্টিকেল থেকে তোমরা জানতে পারবে কি করে নতুন ব্লগ তৈরি করতে হই। কতগুলো জিনিস তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে। 
 ১)  সবার আগে ঠিক করতে হবে ব্লগ টা তে কি লিখেতে চাইছ বা কি message জানতে চাইছ তোমার ব্লগ user দের।

২) তারপর ঠিক করতে হবে ব্লগ-এর নাম যেটা ব্লগ-এর মেটার টার সাথে কিছু টা হলেও match করে, মানে যাতে করে ব্লগ-এর নাম দেখে user/viewer বুজতে পারে যে এই ব্লগ বা site টা তে কি আছে।

৩) এবার ঠিক করতে হবে  ব্লগ-এর Description/Title. এটাও কিন্তু ব্লগ-এর নাম আর ব্লগ-এ লেখা তথ্য ক বোজাতে সাহায্য করবে, সুতরাং সেইভাবে ব্লগ-এর Tittle টা  সেট করতে হবে।

এই তিনটে জিনিস must নতুন ব্লগ তৈরি করার জন্ন্য।

প্রথমে দুবার ইন্টারনেট explorer আইকন-এ ক্লিক কর তারপর address বার এ  গিয়ে www.blogger.com টাইপ করো আর তারপর keyboard -এর এন্টার টা প্রেস করো। নিচে দেওয়া ছবিটা টা দেখতে পাবে একটা নতুন ব্লগ তৈরি করার option.

তোমাকে ক্লিক করতে হবে "New Blog" tab টা তে।
তারপর তোমার কাছে জানতে চাইবে ব্লগ-এর নাম আর Title, যেমন টা নিচের ছবি তে দেওয়া আছে।


আবার খালি box দুটো ভরে দাও নিজের মত করে,মানে একটা ব্লগ-এর address/নাম দাও, যদি সেটা availabe থাকে মানে আগে থেকে ওই নাম-এ ব্লগ যদি কেউ তৈরি করে না থাকে তাহলে blogger তোমাকে বলে দেবে যে "this address is available ", যদি তা না হই মানে address available না থাকে তাহলে তোমাকে নতুন কোনো ব্লগ-এর নাম ভাবতে হবে।

এরপর তোমাকে ব্লগ-এর title টা দিতে হবে আর ক্লিক করতে হবে "create blog". এই হলো নতুন ব্লগ তৈরি করার প্রধতি।

পরের আর্টিকেল-এ তোমাদের বলব কি করে template সিলেক্ট করতে হবে, মানে ব্লগ-টা দেখতে কেমন হবে তা তোমার template -এর সাহায্যে বানাতে পারবে।

Thursday, 27 September 2012

Blogger -এ নতুন ID তৈরি করার প্রধতি

এটা আমার প্রতম পোস্ট, যেটা থেকে আপনারা জানতে পারবেন কি করে Blogger -এ নিজের ID তৈরি করতে হবে। সবার আগে আমরা জানব Blooger কিসের জন্ন্য ব্যবহার করব বা কিসের কাজে আসে ?

www.blogger.com একটা website যেটা আমদের নিজেদের website / Blog  তৈরি করতে সাহায্য করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। আমরা এখানে একটা sub-domain  (উদাহরণ : http://amarsite.blogger.com ) তৈরি করে নিজের মত করে আর্টিকলে লিখতে পারি, আর সেটাকে ইন্টারনেট-এর মাধ্যম-এ গোটা  বিশ্ব-এ ছাড়িয়ে দিতে পারি।

এটা-তে আমাদের কি প্রফিট সেটা জানতে পারলেই আমাদের blogger-এর প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। আমি অনেকটাই কনফিডেন্ট যে , আমার এই article পারার পর অনেক বাঙালি-ই  চালু করবেন তার নিজস্য ব্লগ।

দুটো প্রধান কারণ ব্লগ তৈরি করার পেছনে

১)  আমি/আমরা আমদের নিজস্য মনের কথা বা মন্থব গত পৃথিবীর লোকের সাথে share করতে পারি। যেটা একটা সাধীন দেশের নাগরিক হিসাবে আমার/আপনার অধিকার আছে

আর

২) যদি প্রতম কাজটা ঠিক ঠাক ভাবে করেতে পারেন  তাহলে যেরকম আপনার লেখা ব্লগ পরে অন্য রা উপকার পাবে তেমনি আপনি ও ঘরে বসে অনেক টাকা income করেতে পারবেন google adsense -এর মাধ্যম-এ বা অনন্যা কোনো advertisement organization -এর কাছ থেকে। আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন আমার এই ব্লগ থেকে।

এখন আমরা জানতে পারলাম কেন ব্লগ লিখব।তাই এখন আমরা www.blogger.com site-এ ID তৈরি করা টা শিখব।

 প্রথমে আমরা ইন্টারনেট connect  করব , তারপর ইন্টারনেট explorer বা অনন্যা কোনও browser -এর address বার-এ তে www.blogger.com টাইপ করব।

home page-এ তে আমরা লগিন করার আর নতুন user signup অপসন পাব।প্রথমে ক্লিক করব signup অপসন -এ তে।
তারপর এটা আমাদের একটা নতুন উইন্ডো দেবে যেখানে আমরা আমাদের details (উদাহরণ : নাম,ঠিকানা,ফোন নাম্বার ইতাদি ) ভরে দেব এবং password তা নিজের মত করে সেট করে নেব।

তারপর আমরা আবার www.blogger.com খুলে User ID  আর Password দিয়ে লগিন করব আমাদের নিজস্য ব্লগ তৈরি করার জন্ন্য

কি করে ব্লগ তৈরি করতে হই blogger-এ তার  জন্ন্য আমার এই ব্লগ-এ অনন্যা আর্টিকলে দেখুন।





Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More