Saturday, 29 September 2012

নতুন ব্লগ তৈরি করার প্রধতি

এই অর্টিকেল থেকে তোমরা জানতে পারবে কি করে নতুন ব্লগ তৈরি করতে হই। কতগুলো জিনিস তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে। 
 ১)  সবার আগে ঠিক করতে হবে ব্লগ টা তে কি লিখেতে চাইছ বা কি message জানতে চাইছ তোমার ব্লগ user দের।

২) তারপর ঠিক করতে হবে ব্লগ-এর নাম যেটা ব্লগ-এর মেটার টার সাথে কিছু টা হলেও match করে, মানে যাতে করে ব্লগ-এর নাম দেখে user/viewer বুজতে পারে যে এই ব্লগ বা site টা তে কি আছে।

৩) এবার ঠিক করতে হবে  ব্লগ-এর Description/Title. এটাও কিন্তু ব্লগ-এর নাম আর ব্লগ-এ লেখা তথ্য ক বোজাতে সাহায্য করবে, সুতরাং সেইভাবে ব্লগ-এর Tittle টা  সেট করতে হবে।

এই তিনটে জিনিস must নতুন ব্লগ তৈরি করার জন্ন্য।

প্রথমে দুবার ইন্টারনেট explorer আইকন-এ ক্লিক কর তারপর address বার এ  গিয়ে www.blogger.com টাইপ করো আর তারপর keyboard -এর এন্টার টা প্রেস করো। নিচে দেওয়া ছবিটা টা দেখতে পাবে একটা নতুন ব্লগ তৈরি করার option.

তোমাকে ক্লিক করতে হবে "New Blog" tab টা তে।
তারপর তোমার কাছে জানতে চাইবে ব্লগ-এর নাম আর Title, যেমন টা নিচের ছবি তে দেওয়া আছে।


আবার খালি box দুটো ভরে দাও নিজের মত করে,মানে একটা ব্লগ-এর address/নাম দাও, যদি সেটা availabe থাকে মানে আগে থেকে ওই নাম-এ ব্লগ যদি কেউ তৈরি করে না থাকে তাহলে blogger তোমাকে বলে দেবে যে "this address is available ", যদি তা না হই মানে address available না থাকে তাহলে তোমাকে নতুন কোনো ব্লগ-এর নাম ভাবতে হবে।

এরপর তোমাকে ব্লগ-এর title টা দিতে হবে আর ক্লিক করতে হবে "create blog". এই হলো নতুন ব্লগ তৈরি করার প্রধতি।

পরের আর্টিকেল-এ তোমাদের বলব কি করে template সিলেক্ট করতে হবে, মানে ব্লগ-টা দেখতে কেমন হবে তা তোমার template -এর সাহায্যে বানাতে পারবে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More