Thursday, 27 September 2012

Blogger -এ নতুন ID তৈরি করার প্রধতি

এটা আমার প্রতম পোস্ট, যেটা থেকে আপনারা জানতে পারবেন কি করে Blogger -এ নিজের ID তৈরি করতে হবে। সবার আগে আমরা জানব Blooger কিসের জন্ন্য ব্যবহার করব বা কিসের কাজে আসে ?

www.blogger.com একটা website যেটা আমদের নিজেদের website / Blog  তৈরি করতে সাহায্য করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। আমরা এখানে একটা sub-domain  (উদাহরণ : http://amarsite.blogger.com ) তৈরি করে নিজের মত করে আর্টিকলে লিখতে পারি, আর সেটাকে ইন্টারনেট-এর মাধ্যম-এ গোটা  বিশ্ব-এ ছাড়িয়ে দিতে পারি।

এটা-তে আমাদের কি প্রফিট সেটা জানতে পারলেই আমাদের blogger-এর প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। আমি অনেকটাই কনফিডেন্ট যে , আমার এই article পারার পর অনেক বাঙালি-ই  চালু করবেন তার নিজস্য ব্লগ।

দুটো প্রধান কারণ ব্লগ তৈরি করার পেছনে

১)  আমি/আমরা আমদের নিজস্য মনের কথা বা মন্থব গত পৃথিবীর লোকের সাথে share করতে পারি। যেটা একটা সাধীন দেশের নাগরিক হিসাবে আমার/আপনার অধিকার আছে

আর

২) যদি প্রতম কাজটা ঠিক ঠাক ভাবে করেতে পারেন  তাহলে যেরকম আপনার লেখা ব্লগ পরে অন্য রা উপকার পাবে তেমনি আপনি ও ঘরে বসে অনেক টাকা income করেতে পারবেন google adsense -এর মাধ্যম-এ বা অনন্যা কোনো advertisement organization -এর কাছ থেকে। আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন আমার এই ব্লগ থেকে।

এখন আমরা জানতে পারলাম কেন ব্লগ লিখব।তাই এখন আমরা www.blogger.com site-এ ID তৈরি করা টা শিখব।

 প্রথমে আমরা ইন্টারনেট connect  করব , তারপর ইন্টারনেট explorer বা অনন্যা কোনও browser -এর address বার-এ তে www.blogger.com টাইপ করব।

home page-এ তে আমরা লগিন করার আর নতুন user signup অপসন পাব।প্রথমে ক্লিক করব signup অপসন -এ তে।
তারপর এটা আমাদের একটা নতুন উইন্ডো দেবে যেখানে আমরা আমাদের details (উদাহরণ : নাম,ঠিকানা,ফোন নাম্বার ইতাদি ) ভরে দেব এবং password তা নিজের মত করে সেট করে নেব।

তারপর আমরা আবার www.blogger.com খুলে User ID  আর Password দিয়ে লগিন করব আমাদের নিজস্য ব্লগ তৈরি করার জন্ন্য

কি করে ব্লগ তৈরি করতে হই blogger-এ তার  জন্ন্য আমার এই ব্লগ-এ অনন্যা আর্টিকলে দেখুন।





0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More