Monday, 14 January 2013
Blogger-এ পোস্ট সেটিং-এর আন্ডার -এ Label-এর কাজ কি?
permalinks কি ?
যখনই তুমি একটা কিছু লিখে পোস্ট করবে,Blogger অটোমেটিক্যালি একটা permalink তৈরি করবে। যদি তুমি চাও এই লিংক/URL টা কে নিজের মত করে বানাতে পারো মানে customize করতে পারো। পোস্ট window র ডান দিকে পোস্ট সেটিং এর আন্ডার এ permalink ক্লিক করলে দেখতে পাবে ডিফল্ট সেটিং অটোমেটিক আছে, ঠিক তার নিচে কাস্টম permalink অপসন আছে। যদি চেঞ্জ করতে চাও, তাহলে সিলেক্ট কর custom permalink আর নিজের মত করে নাম দিয়ে দাও।
Friday, 11 January 2013
blogspot-এ ইমেজ আপলোড এন্ড পেস্ট করার প্রধতি
যদি তুমি কোনো ইমেজ পেস্ট করতে চাও ব্লগস্পট পোস্ট-এর মধ্যে তাহলে তোমাকে আগে ইমেজ টা কে একটু প্রসেস করে নিতে হবে আপলোড করার আগে, মানে ইমেজ যদি বিগ সাইজও হয় তাহলে তোমার সাইট ওপেন হতে বা ওই particular পোস্ট টা ওপেন হতে অনেক টাইম লাগবে। সেই জন্ন্য ইমেজ -এর সাইজ টা ছোটো করে নাও আপলোড করার আগে, যদি ইমেজ টা .BMP তে থাকে তাহলে আমি সাজেস্ট করব সেটা কে .jpeg বা .png তে কনভার্ট করে নাও।
এবার বলি ইমেজ পেস্ট করার দুটো প্রধতি আছে
১) ইমেজ টা কে ডাইরেক্ট অন্য এপ্লিকেশন(উদাহরণ ms-paint) থেকে কপি করে পেস্ট করতে পারো পোস্ট -এর বডি তে, এটা করা খুব-ই সহজ কিন্তু এতে সমস্যা হলো এই ইমেজ টার জন্ন্য কোনো url তৈরি হবে না যেটা কে কোনো সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে।
২) অন্য অপসন টা তে কিন্তু সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে। তোমাকে ইমেজ আপলোড করতে হবে, যে নাম দিয়ে ইমেজ তা আপলোড করবে সেই নাম একটা ইউআরএল তৈরি হবে। এই প্রসেস টা হলো, পোস্ট করার যে window পাবে তার ঠিক ওপর -এ ইনসার্ট ইমেজ -এর অপসন পাবে, ওটা তে ক্লিক করার পর > ক্লিক করতে হবে choose files > আর তারপর ব্রাউস করে ইমেজ ফাইল টা কে দেখিয়ে দাও> ইমেজ টা আপলোড হয়ে যাওর পর ইমেজ টা কে সিলেক্ট করে ক্লিক কর Add Selected.
এবার বলি ইমেজ পেস্ট করার দুটো প্রধতি আছে
১) ইমেজ টা কে ডাইরেক্ট অন্য এপ্লিকেশন(উদাহরণ ms-paint) থেকে কপি করে পেস্ট করতে পারো পোস্ট -এর বডি তে, এটা করা খুব-ই সহজ কিন্তু এতে সমস্যা হলো এই ইমেজ টার জন্ন্য কোনো url তৈরি হবে না যেটা কে কোনো সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে।
২) অন্য অপসন টা তে কিন্তু সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে। তোমাকে ইমেজ আপলোড করতে হবে, যে নাম দিয়ে ইমেজ তা আপলোড করবে সেই নাম একটা ইউআরএল তৈরি হবে। এই প্রসেস টা হলো, পোস্ট করার যে window পাবে তার ঠিক ওপর -এ ইনসার্ট ইমেজ -এর অপসন পাবে, ওটা তে ক্লিক করার পর > ক্লিক করতে হবে choose files > আর তারপর ব্রাউস করে ইমেজ ফাইল টা কে দেখিয়ে দাও> ইমেজ টা আপলোড হয়ে যাওর পর ইমেজ টা কে সিলেক্ট করে ক্লিক কর Add Selected.
WordPress ইনস্টলেশন প্রসেস in Bengali
আগেই বলে রাখি, wordpress -এর সাথে ব্লগার ব্লগপোস্ট-এর মেন ডিফারেন্স টা কিন্তু এখান থেকেই চালু হলো। ব্লগার ব্লগস্পট ইনস্টল করতে হয় না খালি রেজিস্ট্রেশন করলেই হয় কিন্তু wordpress -এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা তোমার নিজস্য ডোমেইন করতে সাহায্য করবে।সব থেকে জনপ্রিয় ওয়েব হোস্টিং এপ্লিকেশন বা বলতে পারো খুব সহজে ওয়েব সাইট তৈরি করার এপ্লিকেশন।
এবার প্রসেস টা বলা যাক :-
বেসিক স্টেপ বা পি-রিকুইসিস্ট মানে wordpress ইনস্টল করার আগে এগুলো তোমাকে করে নিতে হবে
১ ) একটা ডোমেইন(উদাহরণ http://www.jaodaddi.com) তোমাকে কিনতে হবে, মানে তোমার সাইট এর নাম তা তোমাকে কিনতে হবে
২ ) ওয়েব সাইট হোস্টিং করার জন্ন্য একটা হোস্টিং স্পেস কিনতে হবে। যেখান থেকে ডোমেইন নাম তা কিনছ সেখান থেকেও নিতে পারো অথবা অন্য কোনো হোস্টিং স্পেস প্রোভাইডার -এর কাছ থেকেও কিনতে পারো। দুটো যদি আলাদা জায়গা থেকে কেন তাহলে তোমাকে একটা স্টেপ বেসি করতে হবে মানে ওয়েব এড্রেস টা কে হোস্টিং প্রোভাইডার চেনানোর জন্ন্য একটা DNS এন্ট্রি করতে হবে।হোস্টিং হলো তোমার ফাইল রাখার জায়গা।
অপরের জিনিস গুলো করে নেওয়া পর তুমি ইনস্টলেশন চালু করতে পারবে
১) ডাউনলোড wordpress from "http://wordpress.org/download/"
২) এটা জিপ ফরমেট -এ থাকবে, ওই জিপ ফরমেট অবস্থাতেই তোমাকে আপলোড করতে হবে তোমার হোস্টিং সার্ভার-এ
৩) তারপর wordpress জিপ ফাইল টা extract করতে হবে হোস্টিং সার্ভার-এর মধ্যে
৪) একটা Database এবং ইউসার তৈরি করতে হবে MySQL, যেটা তুমি পাবে হোস্টিং কন্ট্রোল প্যানেল -এর আন্ডার এ
৫) Database ইউসার কে ফুল priviledge বা পারমিসন দিতে হবে ডাটাবেস-এর ওপর
৬) এরপর তুমি wordpress.zip যেখানে এক্সট্র্যাক্ট করেছ সেখান থেকে wp-config-sample.php টা খুঁজে বার করে সেটা কে রিনেম কর wp-config.php
৭) তারপর wp-config.php ফাইল টাকে টেক্সট এডিটর দিয়ে ওপেন কর
৮) যে Database আর ইউসার টা তৈরি করেছ, সেটা এখানে আপডেট করে দাও DB_NAME এ ডাটাবেস নাম টা দাও , DB_USER -এ ইউসার নাম টা দাও আর আপডেট করেতে হবে ইউসার পাসওয়ার্ড DB_PASSWORD -এ গিয়ে
৯) wp-config.php ফাইল টাকে এবার সেভ করে নাও
১০) এবার ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা খুলে এড্রেস বার-এ তোমার ওয়েবসাইট-এর এড্রেস টার সাথে wp-admin/install.php কথা টা লিখে এন্টার মারো(উদাহরণ http://jaodaddi.com/wp-admin/install.php)
১১) ক্লিক অন রান দা ইনস্টল
১২) ব্লগ-এর টাইটেল টা দাও, তার সাথে তোমার মেইল এড্রেস তাও দিতে হবে, যেটা পরে পাসওয়ার্ড রিকভারির কাজে আসে, এ ছাড়াও ব্লগ পোস্ট ..ও অনন্যা জিনেসের কাজে লাগবে
১৩) এলাও মাই ব্লগ টু অপিয়ার সার্চ ইঞ্জিন অপসন তা কে টিক মার্ক করো
১৪) আর সেরকম কিছু করার নেই,ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে ইউসার নাম আর পাসওয়ার্ড পেয়ে যাবে যেটা তুমি পরে পরিবর্তন করতে পারো। যে ইউসার নাম আর পাসওয়ার্ড তা পাবে সেটা দিয়ে তুমি তোমার ব্লগ এ ঢুকে পোস্ট করতে পারো এ ছাড়া সেটিং ও চেঞ্জ করতে বাড়বে। এক কথায় বলতে গেলে এটাই এডমিন ID আর Password
এবার প্রসেস টা বলা যাক :-
বেসিক স্টেপ বা পি-রিকুইসিস্ট মানে wordpress ইনস্টল করার আগে এগুলো তোমাকে করে নিতে হবে
১ ) একটা ডোমেইন(উদাহরণ http://www.jaodaddi.com) তোমাকে কিনতে হবে, মানে তোমার সাইট এর নাম তা তোমাকে কিনতে হবে
২ ) ওয়েব সাইট হোস্টিং করার জন্ন্য একটা হোস্টিং স্পেস কিনতে হবে। যেখান থেকে ডোমেইন নাম তা কিনছ সেখান থেকেও নিতে পারো অথবা অন্য কোনো হোস্টিং স্পেস প্রোভাইডার -এর কাছ থেকেও কিনতে পারো। দুটো যদি আলাদা জায়গা থেকে কেন তাহলে তোমাকে একটা স্টেপ বেসি করতে হবে মানে ওয়েব এড্রেস টা কে হোস্টিং প্রোভাইডার চেনানোর জন্ন্য একটা DNS এন্ট্রি করতে হবে।হোস্টিং হলো তোমার ফাইল রাখার জায়গা।
অপরের জিনিস গুলো করে নেওয়া পর তুমি ইনস্টলেশন চালু করতে পারবে
১) ডাউনলোড wordpress from "http://wordpress.org/download/"
২) এটা জিপ ফরমেট -এ থাকবে, ওই জিপ ফরমেট অবস্থাতেই তোমাকে আপলোড করতে হবে তোমার হোস্টিং সার্ভার-এ
৩) তারপর wordpress জিপ ফাইল টা extract করতে হবে হোস্টিং সার্ভার-এর মধ্যে
৪) একটা Database এবং ইউসার তৈরি করতে হবে MySQL, যেটা তুমি পাবে হোস্টিং কন্ট্রোল প্যানেল -এর আন্ডার এ
৫) Database ইউসার কে ফুল priviledge বা পারমিসন দিতে হবে ডাটাবেস-এর ওপর
৬) এরপর তুমি wordpress.zip যেখানে এক্সট্র্যাক্ট করেছ সেখান থেকে wp-config-sample.php টা খুঁজে বার করে সেটা কে রিনেম কর wp-config.php
৭) তারপর wp-config.php ফাইল টাকে টেক্সট এডিটর দিয়ে ওপেন কর
৮) যে Database আর ইউসার টা তৈরি করেছ, সেটা এখানে আপডেট করে দাও DB_NAME এ ডাটাবেস নাম টা দাও , DB_USER -এ ইউসার নাম টা দাও আর আপডেট করেতে হবে ইউসার পাসওয়ার্ড DB_PASSWORD -এ গিয়ে
৯) wp-config.php ফাইল টাকে এবার সেভ করে নাও
১০) এবার ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা খুলে এড্রেস বার-এ তোমার ওয়েবসাইট-এর এড্রেস টার সাথে wp-admin/install.php কথা টা লিখে এন্টার মারো(উদাহরণ http://jaodaddi.com/wp-admin/install.php)
১১) ক্লিক অন রান দা ইনস্টল
১২) ব্লগ-এর টাইটেল টা দাও, তার সাথে তোমার মেইল এড্রেস তাও দিতে হবে, যেটা পরে পাসওয়ার্ড রিকভারির কাজে আসে, এ ছাড়াও ব্লগ পোস্ট ..ও অনন্যা জিনেসের কাজে লাগবে
১৩) এলাও মাই ব্লগ টু অপিয়ার সার্চ ইঞ্জিন অপসন তা কে টিক মার্ক করো
১৪) আর সেরকম কিছু করার নেই,ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে ইউসার নাম আর পাসওয়ার্ড পেয়ে যাবে যেটা তুমি পরে পরিবর্তন করতে পারো। যে ইউসার নাম আর পাসওয়ার্ড তা পাবে সেটা দিয়ে তুমি তোমার ব্লগ এ ঢুকে পোস্ট করতে পারো এ ছাড়া সেটিং ও চেঞ্জ করতে বাড়বে। এক কথায় বলতে গেলে এটাই এডমিন ID আর Password
Process to add কাস্টম ডোমেইন in Blogger Blogspot
কি করে কাস্টম ডোমেইন add করতে হয় সেটা এই আর্টিকলে থেকে জানতে পারবে। প্রথমে বলি কেনো আমরা কাস্টম ডোমেইন add করব ? কারণ টা খুবই সহজ। যখন আমরা ব্লগার-এর আন্ডার -এ ব্লগ বানাবো। তখন ব্লগার একটা সাব-ডোমেইন দেবে। মানে মেন ডোমেইন কিন্তু ব্লগস্পট -এ থাকবে, তার আন্ডার -এ একটা ব্লগ আমি বানাতে পারব। উদাহরণ http://amarblog.blogspot.com এখানে ব্লগস্পট ডট কম হলো মেন ডোমেইন আর পুরো ইউআরএল টা কে বলা হয় সাব-ডোমেইন। যেহেতু amarblog টা ব্লগস্পট -এর আন্ডার -এ তৈরি করেছি।
যদি তোমার ব্লগ এর কন্টেন্ট বা পোস্ট খুব বেসি করে ইন্টারনেট -এ ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে নিজের ডোমেইন কিনতে হবে। কেননা সাব-ডোমেইন -এ অনেক কন্ট্রোল থাকে না। ফুল কন্ট্রোল থাকেলে তোমার সাইট টা কে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবে খুব সহজেই।
এবার প্রসেস টা বলি, প্রথমে তোমার ব্লগার -এর সেটিং -এ যাবে > তারপর বেসিক অপসন -এ ক্লিক করো > ডানদিকের উইন্ডো তে +add custom domain -এ ক্লিক করো >এবার তোমার ডোমেইন নাম টা খালি বক্স -এ টাইপ করে এপলাই করে দাও। মনে রাখবে কাস্টম ডোমেইন নাম টা কিন্তু তোমাকে কিনতে হবে।
যদি তোমার ব্লগ এর কন্টেন্ট বা পোস্ট খুব বেসি করে ইন্টারনেট -এ ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে নিজের ডোমেইন কিনতে হবে। কেননা সাব-ডোমেইন -এ অনেক কন্ট্রোল থাকে না। ফুল কন্ট্রোল থাকেলে তোমার সাইট টা কে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবে খুব সহজেই।
এবার প্রসেস টা বলি, প্রথমে তোমার ব্লগার -এর সেটিং -এ যাবে > তারপর বেসিক অপসন -এ ক্লিক করো > ডানদিকের উইন্ডো তে +add custom domain -এ ক্লিক করো >এবার তোমার ডোমেইন নাম টা খালি বক্স -এ টাইপ করে এপলাই করে দাও। মনে রাখবে কাস্টম ডোমেইন নাম টা কিন্তু তোমাকে কিনতে হবে।
Thursday, 3 January 2013
Process to set টাইটেল এবং ডেসক্রিপ্সন in Blogger Blogspot
এবার টাইটেল এবং ডেসক্রিপ্সন সেট করা দেখাবো।
প্রথমে ব্লগার-এ লগইন করে তোমার ব্লগ টা সিলেক্ট কর, তারপর তোমার ব্লগ-এর সেটিং অপসন -এ যাও
সেটিং-এ ক্লিক করলেই তুমি ডানদিকের উইন্ডো তে বেসিক অপসন-এর আন্ডার -এ দেখতে পাবে টাইটেল ও ডেসক্রিপশন
যেটা তুমি ব্লগ যখন প্রতম তৈরি করবে তখন একবার পাবে আর পরে এই অপসন থেকে করতে পারবে।
তারপর যেটা করতে হবে টাইটেল-এর পাসে একটা এডিট অপসন পাবে। সেটা তে ক্লিক করো আর নিজের মনের মত করে টাইটেল সেট কর। মনে রাখবে টাইটেল -এর সাথে ব্লগ-এর কনটেন্ট যেন মেচ করে। তা নাহলে কিন্তু তোমার পোস্ট টা কে সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না সেটা পরের আর্টিকল -এ ভালো করে ভুজিই দেব।
ঠিক এক -ই প্রসেস-এ ডেসক্রিপশন টা সেট করতে হবে। দুটোই খুব দরকারি ব্লগ ও ব্লগার-এর পোস্ট ভিসিবিলিটির জন্ন্য ।
প্রথমে ব্লগার-এ লগইন করে তোমার ব্লগ টা সিলেক্ট কর, তারপর তোমার ব্লগ-এর সেটিং অপসন -এ যাও
সেটিং-এ ক্লিক করলেই তুমি ডানদিকের উইন্ডো তে বেসিক অপসন-এর আন্ডার -এ দেখতে পাবে টাইটেল ও ডেসক্রিপশন
যেটা তুমি ব্লগ যখন প্রতম তৈরি করবে তখন একবার পাবে আর পরে এই অপসন থেকে করতে পারবে।
তারপর যেটা করতে হবে টাইটেল-এর পাসে একটা এডিট অপসন পাবে। সেটা তে ক্লিক করো আর নিজের মনের মত করে টাইটেল সেট কর। মনে রাখবে টাইটেল -এর সাথে ব্লগ-এর কনটেন্ট যেন মেচ করে। তা নাহলে কিন্তু তোমার পোস্ট টা কে সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না সেটা পরের আর্টিকল -এ ভালো করে ভুজিই দেব।
ঠিক এক -ই প্রসেস-এ ডেসক্রিপশন টা সেট করতে হবে। দুটোই খুব দরকারি ব্লগ ও ব্লগার-এর পোস্ট ভিসিবিলিটির জন্ন্য ।