Friday, 11 January 2013

Process to add কাস্টম ডোমেইন in Blogger Blogspot

কি করে কাস্টম ডোমেইন add করতে হয় সেটা এই আর্টিকলে থেকে জানতে পারবে। প্রথমে বলি কেনো আমরা কাস্টম ডোমেইন add করব ? কারণ টা খুবই সহজ। যখন আমরা ব্লগার-এর আন্ডার -এ ব্লগ বানাবো। তখন ব্লগার একটা সাব-ডোমেইন দেবে। মানে মেন ডোমেইন কিন্তু ব্লগস্পট -এ থাকবে, তার আন্ডার -এ একটা ব্লগ আমি বানাতে পারব। উদাহরণ http://amarblog.blogspot.com এখানে ব্লগস্পট ডট কম হলো মেন ডোমেইন আর পুরো ইউআরএল টা কে বলা হয় সাব-ডোমেইন। যেহেতু amarblog টা  ব্লগস্পট -এর আন্ডার -এ তৈরি করেছি।
যদি তোমার ব্লগ এর কন্টেন্ট বা পোস্ট খুব বেসি করে ইন্টারনেট -এ ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে নিজের ডোমেইন কিনতে হবে। কেননা সাব-ডোমেইন -এ অনেক কন্ট্রোল থাকে না। ফুল কন্ট্রোল থাকেলে তোমার সাইট টা কে সার্চ ইঞ্জিন  অপটিমাইজ করতে পারবে খুব সহজেই।
এবার প্রসেস টা বলি, প্রথমে তোমার ব্লগার -এর সেটিং -এ যাবে > তারপর বেসিক অপসন -এ ক্লিক করো > ডানদিকের উইন্ডো তে +add custom domain -এ ক্লিক করো >এবার তোমার ডোমেইন নাম টা খালি বক্স -এ টাইপ করে এপলাই করে দাও। মনে রাখবে কাস্টম ডোমেইন নাম টা কিন্তু তোমাকে কিনতে হবে।



 

2 comments:

পুরোটা লিখলে ভাল হত

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More