কি করে কাস্টম ডোমেইন add করতে হয় সেটা এই আর্টিকলে থেকে জানতে পারবে। প্রথমে বলি কেনো আমরা কাস্টম ডোমেইন add করব ? কারণ টা খুবই সহজ। যখন আমরা ব্লগার-এর আন্ডার -এ ব্লগ বানাবো। তখন ব্লগার একটা সাব-ডোমেইন দেবে। মানে মেন ডোমেইন কিন্তু ব্লগস্পট -এ থাকবে, তার আন্ডার -এ একটা ব্লগ আমি বানাতে পারব। উদাহরণ http://amarblog.blogspot.com এখানে ব্লগস্পট ডট কম হলো মেন ডোমেইন আর পুরো ইউআরএল টা কে বলা হয় সাব-ডোমেইন। যেহেতু amarblog টা ব্লগস্পট -এর আন্ডার -এ তৈরি করেছি।
যদি তোমার ব্লগ এর কন্টেন্ট বা পোস্ট খুব বেসি করে ইন্টারনেট -এ ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে নিজের ডোমেইন কিনতে হবে। কেননা সাব-ডোমেইন -এ অনেক কন্ট্রোল থাকে না। ফুল কন্ট্রোল থাকেলে তোমার সাইট টা কে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবে খুব সহজেই।
এবার প্রসেস টা বলি, প্রথমে তোমার ব্লগার -এর সেটিং -এ যাবে > তারপর বেসিক অপসন -এ ক্লিক করো > ডানদিকের উইন্ডো তে +add custom domain -এ ক্লিক করো >এবার তোমার ডোমেইন নাম টা খালি বক্স -এ টাইপ করে এপলাই করে দাও। মনে রাখবে কাস্টম ডোমেইন নাম টা কিন্তু তোমাকে কিনতে হবে।
যদি তোমার ব্লগ এর কন্টেন্ট বা পোস্ট খুব বেসি করে ইন্টারনেট -এ ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে নিজের ডোমেইন কিনতে হবে। কেননা সাব-ডোমেইন -এ অনেক কন্ট্রোল থাকে না। ফুল কন্ট্রোল থাকেলে তোমার সাইট টা কে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবে খুব সহজেই।
এবার প্রসেস টা বলি, প্রথমে তোমার ব্লগার -এর সেটিং -এ যাবে > তারপর বেসিক অপসন -এ ক্লিক করো > ডানদিকের উইন্ডো তে +add custom domain -এ ক্লিক করো >এবার তোমার ডোমেইন নাম টা খালি বক্স -এ টাইপ করে এপলাই করে দাও। মনে রাখবে কাস্টম ডোমেইন নাম টা কিন্তু তোমাকে কিনতে হবে।
2 comments:
vai hoyna wrong dekhai.
পুরোটা লিখলে ভাল হত
Post a Comment