যখনই তুমি একটা কিছু লিখে পোস্ট করবে,Blogger অটোমেটিক্যালি একটা permalink তৈরি করবে। যদি তুমি চাও এই লিংক/URL টা কে নিজের মত করে বানাতে পারো মানে customize করতে পারো। পোস্ট window র ডান দিকে পোস্ট সেটিং এর আন্ডার এ permalink ক্লিক করলে দেখতে পাবে ডিফল্ট সেটিং অটোমেটিক আছে, ঠিক তার নিচে কাস্টম permalink অপসন আছে। যদি চেঞ্জ করতে চাও, তাহলে সিলেক্ট কর custom permalink আর নিজের মত করে নাম দিয়ে দাও।
4 comments:
অসাধারন একটি পোস্ট পড়লাম। অনেকের কাজে আসবে।
আমার একটি সাইট আছে চাইলে একবার ঘুরে আসুন- http://infotechlife.com
আমার ইংরেজী সাইট সাইট থেকে একবার ঘুরে আসুন- http://patroblogger.blogspot.com
বাংলায় পারমালিঙ্ক যুক্ত করা যাবে কিভাবে ? জানালে উপকৃত হতাম । বাংলায় পারমালিঙ্ক লিখলে Invalid দেখায় ।
this is very good news. we wants to thanks from interior design company in dhaka for this news.
Post a Comment