Thursday, 3 January 2013

Process to set টাইটেল এবং ডেসক্রিপ্সন in Blogger Blogspot

এবার টাইটেল এবং ডেসক্রিপ্সন সেট করা দেখাবো।

প্রথমে ব্লগার-এ লগইন করে তোমার ব্লগ টা সিলেক্ট কর, তারপর তোমার ব্লগ-এর সেটিং অপসন -এ যাও
 সেটিং-এ ক্লিক করলেই তুমি ডানদিকের উইন্ডো তে বেসিক অপসন-এর আন্ডার -এ দেখতে পাবে টাইটেল ও ডেসক্রিপশন
যেটা তুমি ব্লগ যখন প্রতম তৈরি করবে তখন একবার পাবে আর পরে এই অপসন থেকে করতে পারবে। 


তারপর যেটা করতে হবে টাইটেল-এর পাসে একটা  এডিট অপসন পাবে। সেটা তে ক্লিক করো আর নিজের মনের মত করে টাইটেল সেট কর। মনে রাখবে টাইটেল -এর সাথে ব্লগ-এর কনটেন্ট যেন মেচ করে। তা নাহলে কিন্তু তোমার পোস্ট টা কে  সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না সেটা পরের আর্টিকল -এ ভালো করে ভুজিই দেব।

ঠিক এক -ই  প্রসেস-এ ডেসক্রিপশন টা সেট করতে হবে। দুটোই খুব দরকারি ব্লগ ও ব্লগার-এর পোস্ট ভিসিবিলিটির জন্ন্য ।

1 comments:

বাংলা ভাষায় এমন টিপস পাওয়া যায় না সাধারণত। ব্লগস্পট এর জন্য টাইটেল এবং ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ। বাংলা টিপস বা ব্লগিং রিলেটেড এমন টিপস দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো ভালো লেখা আশা করছি আপনার কাছ থেকে। ভালো থাকবেন।

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More