Friday, 11 January 2013

blogspot-এ ইমেজ আপলোড এন্ড পেস্ট করার প্রধতি

যদি তুমি কোনো ইমেজ পেস্ট করতে চাও ব্লগস্পট পোস্ট-এর মধ্যে তাহলে তোমাকে আগে ইমেজ টা কে একটু প্রসেস করে নিতে হবে আপলোড করার আগে, মানে ইমেজ যদি বিগ সাইজও হয় তাহলে তোমার সাইট ওপেন হতে বা ওই particular পোস্ট টা ওপেন হতে অনেক টাইম লাগবে। সেই জন্ন্য ইমেজ -এর সাইজ টা ছোটো করে নাও আপলোড করার আগে, যদি ইমেজ টা .BMP তে থাকে তাহলে আমি সাজেস্ট করব সেটা কে .jpeg বা .png তে কনভার্ট করে নাও।
এবার বলি ইমেজ পেস্ট করার দুটো প্রধতি আছে

১) ইমেজ টা কে ডাইরেক্ট অন্য এপ্লিকেশন(উদাহরণ ms-paint) থেকে  কপি করে পেস্ট করতে পারো পোস্ট -এর বডি তে, এটা করা খুব-ই সহজ কিন্তু এতে সমস্যা হলো এই ইমেজ টার জন্ন্য কোনো url তৈরি হবে না যেটা কে কোনো সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে।

২) অন্য অপসন টা তে কিন্তু  সার্চ ইঞ্জিন ইমেজ সার্চ এর মাধ্যমে পাবে। তোমাকে ইমেজ আপলোড করতে হবে, যে নাম দিয়ে ইমেজ তা আপলোড করবে সেই নাম একটা   ইউআরএল তৈরি হবে। এই প্রসেস টা হলো, পোস্ট করার যে window পাবে তার ঠিক ওপর -এ ইনসার্ট ইমেজ -এর অপসন পাবে, ওটা তে ক্লিক করার পর > ক্লিক করতে হবে choose files > আর তারপর ব্রাউস করে ইমেজ ফাইল টা কে দেখিয়ে দাও> ইমেজ টা আপলোড হয়ে যাওর পর ইমেজ টা কে সিলেক্ট করে ক্লিক কর Add Selected.

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More